বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে পারভেজ শিকদার (২০) নামের এক যুবকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। আজ দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক পারভেজ মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখলী গ্রামের নাসির শিকদারের ছেলে।
পুলিশ জানান, বুধবার গভীর রাতে বুদ্ধি প্রতিবন্ধি ওই কিশোরীকে ফুসলিয়ে পারভেজ সিকদার আলিয়া মাদ্রাসা রোডের জনৈক হেনা কাজীর বাড়ির গলির ভিতর নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরী বিষয়টি স্থানীয় এলাকাবাসীদের জানালে এদিন দুপুরে ধাওয়া করে পারভেজকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার জানান, মানসিক ভারসম্যহীন ওই কিশোরীকে পুনর্বাসনের জন্য আমি অনেক চেষ্টা করেছি। আমি প্রশাসনের কাছে ওই কিশোরীকে সেভ হোমে রাখার দাবি জানাচ্ছি।
বাগেরহাট মডেল থানার এসআই হুমাউন জানান, শহরের আলীয়া মাদ্রাসা এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে স্থানীয় এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষার পর পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।