সত্যিই কি মধু, না বিষ! (ভিডিও)

বিজ্ঞাপনের কল্যাণে চট্টগ্রামের আঞ্চলিক গান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সারাদেশে বেশ সাড়া ফেলেছে। একই নামে নির্মিত সিনেমায় আইটেম গান হিসেবে ব্যবহৃত হয়েছে ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, যার ভিডিও ইউটিউবে প্রকাশের পর চারদিক থেকে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তো বলছেন, ঢালিউড যে আবারও অশ্লীলতার দিকে ঝুঁকছে তা এই ছবিটির মাধ্যমে তাহলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গত ২৪ জুন গানের ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়। বেশ ঝলমলে সেটে ধারণ করা গানটিতে অংশ নিয়েছেন জেফ ও তিথি। খোলামেলা পোশাকে নায়িকা ও অশালীন অঙ্গভঙ্গিতে গানটি ধারণ করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার বার ভিডিওটি দেখা হয়েছে। এর মধ্যে ৫৩১ জন লাইক দিলেও ৬ শতাধিক মানুষ গানটির ভিডিও অপছন্দ করেছেন। এর মধ্যে দেড়শ’ জনের মতো মানুষ কমেন্ট করেছেন।

এদের মধ্যে রাহাত খান নামের একজন বলছে, ”এতো সুন্দর গানটারে … কি বানাইছে?” অনেকের মন্তব্য, ”এই মানুষগুলোই ঢালিউডের সুনামটা ধ্বংস করছে। ” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ”৫২৫ লাইক? এরা কি পাগল না ছাগল?”

একজন লিখেছেন, ”হেতেই দেখি হাছা হাছাই মধু কইয়া বিষ খাওয়াইলো… তয় বিষ খাওন লাগবো না, গান শুইনাই মনের মধ্যে বিষের রিয়েকশন শুরু হয়ে গেছে। সব কয়ডারে পানিতে চুবানি দিতে পারলেই এই বিষ নামবো নয়তো বিষ নিয়েই থাকতে হইবো। ”

কয়েক বছর আগে বাংলা সিনেমায় অশ্লীলতার ভরপুর ছিল। তবে সেখান থেকে ধীরে ধীরে যখন ‘মার্জিত’ চলচ্চিত্রের দিকে যখন হাঁটছিল ঢালিউড, তখন সিনেমা হলে দেখা গেল দর্শক খরা। কিন্তু তারপর পিছপা হয়নি। বর্তমানে সিনেমা হলে কিছু হলেও দর্শক ফেরানো সম্ভব হয়েছে। আর ঠিক সেসময় এমনটি একটি ছবির মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্রপ্রেমীরা।

জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ মুক্তি পাচ্ছে ২৮ জুলাই। তার আগে ছবিটির মুক্তি নিয়ে অনেকের প্রশ্ন, বাংলা সিনেমায় আবারও কি অশ্লীলতা ফিরে এসেছে? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কিভাবে ছবিটি সেন্সর ছাড়পত্র পেল?

তবে অশ্লীলতার অভিযোগ মানতে নারাজ ছবিটির নির্মাতা জসিম উদ্দিন জাকির। তিনি জানান, পোস্টার বা আইটেম গান দেখে সিনেমাটিকে অশ্লীল বলা ঠিক হচ্ছে না। বরং মৌলিক গল্পে নির্মিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ দেখে দর্শক খুশি মনেই সিনেমা দেখে হল থেকে বের হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.