জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহরের দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশ স্থলের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বরিশাল দক্ষিণ জেলা জাসাস আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক মীর আদনান আহমেদ তুহিন। উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন ও ইঞ্জিনিয়ার ছগির আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান পিন্টু, সাবেক ছাত্রদল নেতা জাহিদুর রহমান রিপন, যুবদল নেতা জাহিদ হোসেন, মানিক প্রমুখ।