অধিকৃত পশ্চিম তীর শহরের রামাল্লা এলাকায় একটি বসতির কাছে ছুরিকাঘাতে তিন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এতে আরেক ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা হামলাকারীকে গুলি করে আটক করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় হালামিশ এলাকায় এ ঘটনা ঘটে।
হামলাকারীর নাম ওমর আল আবেদ। ২০ বছর বয়সী ওই তরুণ ফিলিস্তিনের নাগরিক। তার বাড়ি রামাল্লার পাশ্ববর্তী এলাকা পশ্চিম তীরের খোবার গ্রামে।
জেরুজালেমের একটি পবিত্র স্থানকে ঘিরে ফিলিস্তিন ও ইসরায়েলের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল। ওই সময়েই ওই তিন ইসরায়েলি হামলার শিকার হন। এর আগে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিনি ফিলিস্তিনি নাগরিক নিহত হন। আহত হন শতাধিক। সূত্র : বিবিসি, জেরুজালেম পোস্ট