ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান রোববার সকালে সাংবাদিকদের বলেন, গত রাত ১টা থেকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় টিনশেড ওই বাড়িটি ঘিরে রেখেছে র্যাব। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। থেমে থেমে গোলাগুলি চলছে।
তিনি আরও জানান, বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।