কাঁদতে কাঁদতে মুশফিকের সংবাদ সম্মেলন ত্যাগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দল বরিশাল বুলসের অন্যতম কর্ণধার এম এ আওয়াল বুলু। তার ‘বাজে কথা’র প্রতিবাদ করতে এসে কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
সম্প্রতি একাধিক বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক ও বরিশাল বুলসের কর্ণধার বুলু মুশফিকুর রহিমের নামে ‘আজেবাজে’ কথা বলেন।

মুশফিকের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, মুশফিক দলের ভেতর গ্রুপিং করেন।বুলুর এ ধরনের কথাই বিব্রত বিসিবিও। সংবাদ সম্মেলন ডেকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের একজন অধিনায়কের নামে এমন আজেবাজে কথা বলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ দাবি জানান মুশফিকও।মুশফিক বললেন, গেলো ১২ বছর ধরে আমি জাতীয় দলে খেলছি। আমার সম্পর্কে এমন অভিযোগ এর আগে কখনো ওঠেনি। তিনি আমাকে খারাপ খেলোয়াড় বলতে পারেন।কিন্তু আমাকে দায়িত্বজ্ঞানহীন বলতে পারেন না।তিনি বললেন, আমি আশা করব যে মল্লিক ভাইয়েরা বিষয়টা দেখবেন। আমি তাদের জানিয়েছি। আমার সঙ্গে যেমনটা হয়েছে, এরপর যে অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে তেমনটা হবে না তার গ্যারান্টি কি?এইটুকু সম্মান অন্তত একজন খেলোয়াড় পেতেই পারেন।আর কোনো কথা বলতে পারলেন না মুশফিক। কাঁদতে কাঁদতে দ্রুত সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *