লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের পথে যাত্রা করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা তার সঙ্গে যাবেন। লন্ডনে পৌঁছে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া। ম্যাডামের চোখ ও পায়ের চিকিৎসা জন্য লন্ডন যাচ্ছেন।সর্বশেষ ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে তিনি বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবার এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়েদের নিয়ে ঈদ উদযাপন করেছিলেন।