হলিউডের ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামের তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এই ছবিতে শুটিং করতে গিয়ে একটি ভিডিও ফাঁস হয়েছে। আর সেই ভিডিও নিয়েই বেজায় চটেছেন অভিনেত্রী।
জানা যায়, ছবিতে ইয়োগা অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়- প্রিয়াঙ্কা বিষম খেলে হেইমলিচ ম্যান্যুভার (পেছন দিক থেকে জাপটে ধরে পেটে চাপ দিয়ে প্রাথমিক চিকিৎসা) পদ্ধতিতে তাকে সাহায্য করার চেষ্টা করছেন অ্যাডাম ডেভিন।
এদিকে এ ধরণের ছবি ভাইরাল হোক সেটা চাননি নায়িকা। তিনি শুটিং ইউনিটের সিকিউরিটি নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে ছবি পরিচালক আশ্বস্ত করেছেন এটি আর হবে না।
সিনেমাটি পরিচালনা করছেন স্ট্রাউস-স্কুলসন। এটি ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।