বলিউড পেরিয়ে হলিউডের জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী দীপিকা পাডুকোন এবার বডি শেমিংয়ের শিকার হয়েছেন। সম্প্রতি বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে ৩১ বছরের এ তারকাকে।
স্থূলকায় কোনো ব্যক্তি ছবির তলায় প্রায়ই এমন কমেন্ট দেখা যায়— ‘আর কত মোটা হবে! কম খাও। ’ তেমনই রোগাদের ‘ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে’ ইত্যাদি বলা হয়ে থাকে। যা ‘বডি শেমিং’য়ের মধ্যেই ধরা হয়। এবার এই ধরনের সমস্যায় পড়লেন দীপিকা।
সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য ‘ভ্যানিটি ফেয়ার ইউকে’ গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে ফটোশ্যুট করেন দীপিকা পাডুকোন। তার মধ্যে থেকেই একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নিজেক ইন্সটাগ্রামে পোস্ট করেন নায়িকা।
আর ছবিটি পোস্ট করতেই দীপিকার চেহারা নিয়ে একের পরে এক মন্তব্য পড়তে থাকে। কেউ লিখেছেন ‘মৃতদেহ’, ‘ক্লান্ত’। আবার কেউ দীপিকাকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘ভালো করে বার্গার খাও’।
উল্লেখ্য, এক মাস আগে একটি সাদা আউটফিটে ফটোশুট করে, সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন ‘xxx’ তারকা। সেই ছবির জন্যও ট্রোলড হন তিনি। অনেকে মন্তব্য করেন ছবিটি ‘অশ্লীল’ ছিল। তবে এর আগে অনেক নায়িকাই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন।