অযোধ্যায় রাম মন্দির গড়তে দেয়া না হলে, মুসলমানদের হজ যাত্রা বন্ধ করে দেয়া হবে- এমনই হুমকি দিয়েছেন ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এক বিজেপি বিধায়ক।
ব্রিজভূষণ ওরফে গুড্ডু রাজপুত নামে বিজেপি’র ওই বিধায়ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘মুসলমানদের পাকিস্তান এবং হিন্দুদের হিন্দুস্তান দেয়া হয়েছে। ভারত হিন্দুদের দেশ, সংখ্যালঘুদের নয়। মুসলিমরা বলেন, তারা এদেশে জন্মেছেন তাই তাদের এখান থেকে কেউ তাড়াতে পারবে না। আমরা কখনো তাড়ানোর কথা বলিনি। যদি ১০০ কোটি হিন্দু তাড়ানোর কথা বলে তাহলে আপনারা এখানে বাস করতে পারবেন না।’
তিনি বলেন, আগামী দিনে ১০০ কোটি মানুষ অবশ্যই রাম মন্দির তৈরি করবে। যদি মুসলিম সমাজের লোকেরা মন্দির নির্মাণে বাধা দেয়ার চেষ্টা করে তাহলে তাদেরকেও মক্কা ও মদীনায় যেতে বাধা দেয়া হবে। যদি মন্দির তৈরি না হয় তাহলে ওদের হজ যাত্রার অনুমতি দেয়া হবে কেন? তাদের হজযাত্রাও আটকানো হবে, ভর্তুকিও বন্ধ করা হোক। এরা ২০ কোটি মুসলিম, সংখ্যালঘু নয়। এদের সংরক্ষণ সুবিধাও বন্ধ করে দিতে হবে।’
তার প্রশ্ন, ‘২০ কোটি মুসলিম তো পাকিস্তানেও নেই, তাহলে এখানে তারা সংখ্যালঘু হয় কী করে?’
উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১০০ কোটি হিন্দুকে ভগবান শ্রীরামের মন্দির তৈরির সংকল্প গ্রহণ করতে হবে। শ্রীরামের মন্দির নির্মাণে যদি মুসলিমরা বাধা দেয় তাহলে জেনে রাখুন মুসলিমদের মক্কা-মদীনায় যাওয়া রুখে দেয়ার কাজ করবে আপনাদের বিধায়ক গুড্ডু রাজপুত।’
কোনো সম্প্রদায় বিশেষকে লক্ষ্য করে কোনো বিধায়ক এ ধরণের মন্তব্য করতে পারেন কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি বিধায়কের ওই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে