২১ ঘন্টা ব্যাপ্তির সিনেমা আমরা একটা সিনেমা বানাবো!

বিনোদন রিপোর্ট: সিনেমার ব্যাপ্তি ২১ ঘন্টা। তাও বাংলাদেশে। এটা কি ভাবা যায়? অভাবনীয় এ কাজটি করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত আশরাফ শিশির। তার চলচ্চিত্রটির নাম ‘আমরা একটা সিনেমা বানাবে’। সিনেমাটির নির্মাণ কাজ সম্প্রতি শেষ করেছেন। বিগত ৮ বছর ধরে তিনি সিনেমাটির শূটিং করেছেন। মোট শূটিং করেছেন ১৭৬ দিন। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী ও হার্ডিঞ্জ ব্রিজের আশেপাশের গ্রামে এই ছবির শুটিংয়ে অংশ নেন প্রায় ৪ হাজার শিল্পী ও কলাকুশলী। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, পৃথিবীর ইতিহাসে সর্বাধিক দৈর্ঘ্যের কাহিনীচিত্রের নাম রিস্যান। এর ব্যাপ্তি ১৪ ঘন্টা ৩৩ মিনিট। শিশির ২১ ঘন্টার সিনেমা নির্মাণ করে এ রেকর্ড ভেঙ্গে দিলেন। শিশির বলেন, শিল্পকে কোন গৎবাঁধা দৈর্ঘ্যে বা পরিমাপে আটকে রাখা যাবে না, এ লক্ষ্য সামনে রেখে সত্যকাহিনী অবলম্বনে ‘আমরা একটা সিনেমা বানাবো’ নির্মাণ করেছি। এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২১ ঘন্টা, তাই এটিকে মুক্তদৈর্ঘ্যের চলচ্চিত্র হিসাবে গণ্য করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে ‘আমরা একটা সিনেমা বানাবো’ হবে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাসে এ যাবতকালে নির্মিত সর্বাধিক দৈর্ঘ্যের কাহিনীচিত্র। স¤পূর্ণ সাদাকালোয় নির্মিত সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে এমন এক জনপদকে ঘিরে, যেখানে রয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তির আবার মাথাচাড়া দিয়ে উঠা, রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নি®পাপ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে উঠা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প। শিশির বলেন, তৃতীয় বিশ্বের ছোট্ট দেশে ছোট্ট শহরে আমাদের যে জীবন, তা ভীষণ সাদাকালো। আমরা যে স্বপ্নটুকু দেখি তা কিছুটা রঙ্গিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত: নি®পাপ, শুধুমাত্র পরিস্থিতি- পারিপার্শ্বিকতার কারণে তারা অনেক অন্যায় করতে বাধ্য হয়। সিনেমা বানানোর বিপ্লবের পাশাপাশি এখানে এমন এক নি®পাপ মানুষের গল্প রয়েছে, যে জীবনে একটি পিঁপড়াকেও হত্যা করেনি, অথচ ছবির শেষে সে একজনকে খুন করে ফেলে এমন এক নারীর জন্য যাকে সে কোনদিনও দেখেনি। সিনেমাটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায়, তেরেসা চৈতি, আয়শা মুক্তি, এলিনা শাম্মী, অরণ্য রানা, দুখু সুমন, জান্নাত সোমা, ইমরান, শরণ, সৈকত সিদ্দিকী, কাবেরী রায় চৌধুরী, ইয়াসিন, টিটো, সানসি, অর্নব, লিজা, মানিক, সজীব, সুজয়, উজ্জ্বল, সাদ্দাম, ত‚র্য, মাঈশা, মিমো, সুপ্ত, বিশাল, মিন্টু, মানিক, লিটন, শুভ, অলক, ভাস্কর, আজাদ, নুপুর সহ চার হাজার শিল্পী। সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও স¤পাদনা করেছেন সাব্বীর মাহমুদ। উল্লেখ্য আশরাফ শিশিরের প্রথম চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ শতাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় এবং জাতীয় পুরস্কারসহ ২৭টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। তার ২য় চলচ্চিত্র ‘গোপন’ গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *