টরন্টোর এ ই একাডেমি পুরস্কৃত করল মেধাবী শিক্ষার্থীদের

আইবি, টপস্, লিডারশীপ সহ হাইস্কুলের সেরা প্রোগ্রামগুলোতে চান্স পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করল টরন্টোর এ ই একাডেমি।
স্কারবোরোর ৩৭৫০ সেন্ট ক্লোয়ার এভিনিউ ইস্ট এ একাডেমির কনফারেন্স রুমে গত ৪ জুলাই ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এতে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থীসহ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
গত বছর প্রতিষ্ঠিত এ ই একাডেমি ইতোমধ্যে শিক্ষার্থী, অভিভাবকসহ কমিউনিটির সবার দৃষ্টি আকর্ষণ করেছে। মাত্র ১২জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এক বছরের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় শতাধিক। শিক্ষার ভাল মানের কারণেই এ সাফল্য বলে অভিমত অভিভাবকদের। ১৩ শিক্ষার্থীর মধ্যে বারজনই চান্স পেয়েছে সেরা প্রোগ্রামগুলোতে। আর বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরাও ভাল করছে উত্তোরোত্তর।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠানের সেরা প্রোগ্রামগুলোতে ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান করেন শিক্ষক নিকোলাস ক্রশ্চেব ও মাধুয্য বকসী।
এ ই একাডেমির প্রতিষ্ঠাতা ডা. মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। এদের মধ্যে ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইকের অধ্যাপক ড. মুসতাক এম হুসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকবর হুসেন, ডা. মাহফুজ চিশতী, ইঞ্জিনিয়ার মোজাফফর আহমেদ,  নতুন দেশ এর প্রধান সম্পাদক সাংবাদিক শওগাত আলী সাগর, মাহবুব হোসেন ভুইয়া, মিজানুর রহমান, বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রাখেন ও সন্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের সমম্বয়কারী শুভ্রা রহমান। সাপ্তাহিক বাংলা কাগজ সম্পাদক এম আর জাহাঙ্গীরসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.