বাহরাইনের অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের জন্য যুগান্তকারী পদক্ষেপ

বাহরাইনের অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের জন্য লেবার মার্কেট রেগুলেটরী অথরিটি (এলএমআরএ)গতকাল একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এখন থেকে যেকোন শ্রমিক কোন স্পনসর ছাড়া সরাসরি লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এলএমআরএ)থেকে নির্ধারিত ফি দিয়ে ২বছরের জন্য বৈধভাবে বসবাস এবং কাজ করতে পারবে।

এসম্পর্কে  এলএমআরএ সিইও, আউসামাহ আল আবসি বলেন- এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি অভূতপূর্ব প্রক্রিয়া যা বাহরাইনের শ্রমবাজারকে দ্রুত বর্ধিত ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করবে।

তিনি এলএমআরএ তে ভিসা লাগানোর জন্য আগ্রহীদেরকে তাদের ওয়েবসাইট http://lmra.bh/portal/en/homeএ এক্সপ্রেস সার্ভিস ব্যবহার করে অথবা 33150150-তে সিপিআর নম্বরসহ ক্ষুদে বার্তা প্রেরণ করে এলএমআরএ তে ভিসা লাগানোর যোগ্যতা নিশ্চিত করার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নতুন এই সিস্টেমে ওয়ার্ক পারমিট লাভকারী ব্যক্তি এক বা একাধিক প্রতিষ্টানে যেকোনও নন-পেশাগত পেশায়, পূর্ণ বা আংশিক সময় কাজ করার অনুমতি পাবে এবং ২ বছর পর পুণরায় এলএমআরএ থেকে ভিসা   নবায়ন করতে পারবে।

আবেদনকারীদেরকে দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট, স্বাস্থ্যসেবা, ভ্রমণের টিকেটের জন্য মোট ফি ৪৪৯ দিনার (বাহরাইনী) প্রদান করতে হবে।  এবং প্রতি মাসে ৩০ দিনার ফি প্রদান করতে হবে।

এলএমআরএ নতুন এই পারমিট সিস্টেমে তাদের সিতরা ইন্ড্রাষ্টিয়াল শাখা থেকে প্রতিমাসে ২০০০ শ্রমিককে গ্রহণ করবে। আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৬মাস থাকতে হবে।

এলএমআরএর এই সিস্টেমে আবেদন করা পর আবেদনকারীর কাছে দুইটি বার্তা আসবে। ১ম বার্তায় আবেদনকারী নতুন এই সিস্টেমে ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্য কিনা তা জানানো হবে এবং ২য় বার্তায় এলএমআর এর সিতরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শাখায় নিয়োগের তারিখ এবং সময় উল্লেখ থাকবে।

২৩ জুলাই থেকে এলএমআরএ তাদের সিতরা শাখা থেকে নিয়োগ শুরু করবে এবং প্রতিমাসে ২০০০ পারমিট প্রদান করবে।

এ সম্পর্কে আল আবসি ব্যাখ্যা করেন যে,  নির্ধারিত তারিখ ও সময়ে যখন আবেদনকারী সিতরা শাখায় উপস্থিত হবেন তখন এলএমআরএ এর দায়ীত্বশীল ব্যক্তি আবেদনকারীর সম্পুর্ন তথ্য এবং যোগাযোগের নম্বর সংগ্রহ করবে এবং তাকে তার অধিকার, দায়িত্ব সম্পর্কে অবহিত করবে।

এছাড়া দূতাবাস, বিভিন্ন ক্লাব, প্রবাসী কর্মীদের সুশীল সমাজ এবং সংগঠনগুলির সাথে সমন্বয় সাধন করে এলএমআরএ নতুন এই নমনীয় পারমিট সম্পর্কে সকল প্রকার তথ্য সরবারহ করবে।

ব্লু কার্ড: নতুন এই ওয়ার্ক পারমিট লাভকারীদেরকে নীল রংয়ের একটি পারমিট কার্ড দেয়া হবে যা প্রতি ছয় মাস পর পর নবায়ন করতে হবে। কার্ড নবায়নের জন্য কোন ফি লাগবেনা।

 

নতুন এই ওয়ার্ক পারমিট গ্রহণকারী যেসকল সুবিধা ভোগ করবে তার মধ্যে হলো-

  • নীল কার্ড ধারী ব্যক্তি এক বা একাধিক জায়গায় সম্পুর্ণ অথবা আংশিক সময়ের জন্য বিভিন্ন অপেশাগত কাজ করার অধিকার থাকবে।
  • সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে।
  • ওয়ার্ক ভিসার বৈধতার সময় কার্ডহোল্ডার দেশে যেতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *