আজ দুপুরে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাধারন সম্পাদক আবুল বাশার হটাত করেই সুত্রাপুর থানার গুম হওয়া পরিবারের পাশে ঈদ সামগ্রী নিয়ে উপস্থিত হন । এই সময় প্রতিটা পরিবারের সদস্যদের চোখে দেখা যায় ছেলে হারানো, স্বামী হারানো, ভাই হারানোর অশ্রু জল ।
জনাব কাজী আবুল বাশার বলেন, স্বজন হারানো পরিবার গুলোকে স্বজন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই । আমাদের ক্ষমতা নেই সন্তান কে ফিরিয়ে দেয়ার মায়ের হাতে, স্বামী হারানো বোনের কাছে এবং পিতা হারানো সন্তানের। কিন্তু এই অসহায় মুখ গুলো যখন কোন কারণে একটু আস্থার জায়গা খুজে পায় বা হতাশার মুখ গুলোতে যখন এক পলক তৃপ্তির হাসি দেখা যায় আমাদের আপনাদের একটু চেষ্টা । তখনই আমরা স্বার্থক ও বিজয়ী ।।
হায়েনা সরকারের পুলিশ বাহিনীর হাতে গুম হওয়া সুত্রাপুর থানা ছাত্রদল সভাপতি- সেলিম রেজা পিন্টু, সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা ও ৪৩ নং ( সাবেক ৭৯ নং) ছাত্রদল সভাপতি খালেদ হাসান সোহেল এর বাসায় ঈদ সামগ্রী তুলে দেওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাধারন সম্পাদক আবুল বাশার এর সাথে ছিলেন – ঢাকা সিটির সাবেক সদস্য নাসিমুল গনি খান, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদল সভাপতি – জহির উদ্দিন তুহিন, সিনিয়ার সহ- সভাপতি মোঃ জাকির হোসেন , বৃহত্তর সুত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর খান , ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মজিবর রহমান আনু ,মামুন খান, সাব্বির উদ্দিন আহমেদ ,দেলোয়ার হোসেন, মোঃ কামির, কাজী শাকিল , মমতাজুল লিটন, রাজিব তনু,ওয়াজেদ হিমেলসহ আরও অনেকে ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম