বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের পদ বঞ্চিত নেতা-কর্মীরা ঈদুল ফিতর শেষে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় প্রধান কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস মূলধারা আয়োজিত ওই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও দলের কেন্দ্রীয় প্রান্তিক বিষয়ক সম্পাদক এমএ মালেক।
জাসাসের সাবেক কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ হেসেন চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাসাস নতুন কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জাসাস নেতা খালেকুজ্জামান জুয়েল, খালেদ এনাম মুন্না, কেএস হোসেন টমাস, ডা. আরিফুর রহমান মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর জাসাসের সাবেক সভাপতি জাহাঙ্গীর শিকদার।
অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটি গঠনে দলের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি অভিযোগ করে বলেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান একজন বিতর্কিত লোক। তিনি কণ্ঠশিল্পী উমা খানকে বিয়ে করে প্রতারণার মাধ্যমে তার সব সম্পত্তি আত্মসাত করেছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে।
২০০৭ সালে অবৈধ ভিওআইপি ব্যবসা করার অভিযোগে আটকও হন। এই হেলাল খান আওয়ামী লীগে যোগদান করতে ব্যর্থ হয়ে টাকার বিনিময়ে এখন বিএনপির গুরুত্বপূর্ণ জাসাসের সাধারণ সম্পাদক হয়েছেন।
বক্তারা বলেন, এই কমিটির মেয়াদ ৬ মাস পার হলেও তারা কমিটি পূর্ণাঙ্গ করতে পারে নাই। আগামীতেও পারবে না। তাই এ অথর্ব কমিটি ভেঙে সাংগঠনিক ও দক্ষ নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের জন্য বিএনপি চেয়ারপারসনের কাছে দাবি জানাই।
তারা আরও ঈদের পর উপদেষ্টা গাজী মাঝহারুল আলোয়ার, আশরাফ উদ্দিন উজ্জ্বল ও হেলাল খানের পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।