ফরিদপুর প্রতিনিধি: গত ২৩ মে মঙ্গলবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ছাত্রদল নেতা রাজু আহমেদের খোঁজে র্যা ব-৮ ফরিদপুর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রেস ব্রিফিংয়ে র্যা বের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় রাজু আহমেদ দীর্ঘদিন ধরে সরকার বিরোধী কার্যক্রমে জড়িত আছে। এপর্যন্ত র্যাাব-পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি এবং তার কোন খবর এ পর্যন্ত পাওয়া যায়নি।
সে সময় র্যারব আরো জানিয়েছে, তারা ছাত্রদল নেতা রাজু আহমেদকে ধরতে তার গ্রাম চর হরিনাগঙ্গাতে ১৭মে বুধবার রাতে রেইড দিয়ে অভিযান চালায়। সে সময় রাজু আহমেদ তার বাড়ীতে অবস্থান না করায় তাকে ধরতে না পেরে র্যা ব ফিরে আসে। সে সময় রাজুর পরিবারের কেউই বাড়ীতে অবস্থান না করায় জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করাও সম্ভব হয়নি।
র্যা ব আরো জানায়, রাজু আহমেদকে ধরতে সম্ভাব্য স্থানগুলোতে শীঘ্র আরো অভিযান চালানো হবে।
উল্লেখ্য, ১৭ এপ্রিল সোমবার রাজুর গ্রামের বাড়ীতে পুলিশ ব্যাপক তল্লাশী চালিয়েছে। স্থানীয় ছাত্রলীগ নেতারাও এ তল্লাশীতে অংশগ্রহণ করেছিল। সে সময় রাজু আহমেদ তার বাড়ীতে অবস্থান না করায় তাকে ধরতে না পেরে পুলিশ ফিরে আসে। রাজুকে না পেয়ে পরিবারের পুরুষ সদস্যদের শারীরিকভাবে টর্চার করে ও সবাইকে হুমকি ধামকি দিয়ে যায় এবং রাজুকে আহমেদকে পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।