বরকত উল্লাহ বুলু কে নিঃশর্ত মুক্তি দিন – আব্দুল মান্নান হীরা

বিএনপি,র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির আহবান জানিয়েছেন ইতালি বিএনপি সংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা ।

তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন সরকার মনে করছে জেলে বন্ধি রাখলেই পের্ পেয়ে যাবে । হাজার হাজার বুলু যে তৈরী হয়েছে সেটা সম্পর্কে সরকারের ধারণা নেই । অনতিবিলম্বে জাতিয়তাবাদি রাজনীতির প্রাণ পুরুষ বুলুকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি ।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *