যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নর্দান স্টেট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়ছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার মাতুয়াইলের শামসুল আলম (৬১), ভৈরবের রায়হান ইসলাম (২৮) ও আতাউর রহমান দুলাল (৩৪)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমীন (৩৬)। স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
এরা নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় বসবাস করতেন।
পুলিশ বলছে, রায়হান ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন। তারা লং আইল্যান্ডে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় নর্দান স্টেট পার্কওয়েতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে।
হতাহতরা লং আইল্যান্ড এলাকায় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতেন।
সোমবার তাদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।