বৃহত্তর সুত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা পলেটিকনিক এর সাবেক ছাত্রনেতা এবং আইডিইবি এর উদিয়মান সংগঠক এবং জিয়া পাঠাগারের প্রতিস্ঠাতা সাংগঠনিক সম্পাদক, ডিপ্লোমা ইন্জিনিয়াস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিইএব) এর কেন্দ্রীয় নেতা প্রকৌঃ গোলাম কিবরিয়া রুমেল । বাংলাদেশ জাতীয়তাবাদের এক সূর্য সৈনিক, শহীদ জিয়ার আর্দশকে বাস্তবায়নের এক স্বপ্নবাজ যুবক ইতিমধ্যে রাজনৈতিক মহলে একটা সাড়া ফেলেছেন রুমেল, তাহার নিজস্ব যোগ্যতা বলেই।
গত ৫ বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে দলে মূল্যায়নের দাবিকে যৌক্তিক করে তুলেছিলেন বর্তমান ঢাকা মহানগর বিএনপির দক্ষিনের নবগঠিত কমিটিতে ।
পরিশেষে প্রকৌঃ গোলাম কিবরিয়া রুমেলকে ঢাকা মহানগর বিএনপির দক্ষিনের নবগঠিত কমিটিতে সহ -সাধারন সম্পাদক পদে যথাযোগ্য স্থানে মূল্যায়ন করায় পুরাতন ঢাকাবাসীর পক্ষ থেকে প্রানপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের প্রতীক বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রাজপথ থেকে উঠে আসা পরিচ্ছন্ন রাজনীতিবীদ ও তৃণমূল কর্মী বান্ধব নেতা প্রকৌঃ গোলাম কিবরিয়া রুমেলের সামনে এগিয়ে চলার সাফল্য কামনায় পুরাতন ঢাকা বাসী ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম