বাংলাদেশ ব্যাংকের কাছে রক্ষিত জনগণের মিলিয়ন ডলার চুরি

ওয়াসিম ইফতেখারঃ বাংলাদেশ ব্যাংকের কাছে রক্ষিত জনগণের $৮১ মিলিয়ন ডলার চুরি সংক্রান্ত তদন্তে FBI বলেছে এই চুরি ছিল রাষ্ট্রের সৌজন্যে বা তত্ত্বাবধানে। FBI অর্থাৎ আমেরিকান প্রশাসনের ভাষাতে ‘state-sponsored’

অবশ্য FBI সুনির্দিষ্ট কারো নাম উল্লেখ করেনি। এই ধরনের স্পর্শ কাতর বাটপারি বা জালিয়াতির ক্ষেত্রে মূল চোরের নাম প্রকাশ করা হয় একেবারেই তদন্ত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর। রাষ্ট্রীয় বারগেনিং বা দর-কষাকষির সুযোগ হিসাবে প্রধান চোরের নাম ও বিস্তারিত তথ্য হাতে রাখাই FBI বা আমেরিকার জন্য অধিক লাভজনক। এখন দেখার বিষয় আফটার ইন্ডিয়া, আমেরিকা এখন কি কি সুবিধা আদায় করে নিচ্ছে, চুরির প্রধান রাষ্ট্রীয় স্পন্সর বা ‘state-sponsor এর নাম প্রকাশ করে দেওয়া বা আপাতত নাম গোপন রাখার বিনিময়ে।
রাজনৈতিক আপোষ যায় হোক না কেন নীল নকশার প্রধান কারিগরের নাম আজীবন গোপন থাকবে তা আশা না করাই বুদ্ধিমানের কাজ। FBI আপাতত নাম প্রকাশ না করলেও কিছু প্রশ্ন ও তাঁর উত্তর খুঁজে বের করার ভেতর লুকিয়ে আছে পদ্মা মেঘনা যমুনা পারের অর্থের দস্যুর নাম। আমাদের জানার চেষ্টা করতে হবেঃ
প্রশ্ন:
১) রিজার্ভ চুরির ঘটনা দেশের সংবাদ পত্রে প্রকাশ হতে একমাস সময় লাগলো কেন?
২) ফিলিপিনের সংবাদ পত্রে চুরির ঘটনা ফাঁস না হলে বাংলাদেশের সংবাদ পত্রে তা আদৌ প্রকাশ হত কিনা ?
৩) সরকারি সূত্রের দাবী মত এই চুরির ঘটনা প্রধান মন্ত্রীর নোটিশে আনতে ৩০ দিন দেরি করার কারণ কি ?
৪) ঘটনার প্রকাশ প্রথমে অর্থমন্ত্রীর কাছে না হয়ে প্রধান মন্ত্রীর কাছে হল কেন?
৫) ১৯ মার্চ তারিখে অর্থ মন্ত্রী ‘জনকণ্ঠে’ বিবৃতিতে বলেন ১৭ মার্চ ‘প্রথম আলো’ তাঁর যে সাক্ষাৎকার নিয়েছিল সেখানে প্রথম আলোর সাথে তাঁর অফ দ্যা রেকর্ড কথাবার্তা প্রথম আলো ছাপিয়ে দিয়েছে যা অগ্রহন যোগ্য। এই অফ দা রেকর্ড ফাঁস হওয়া বক্তব্যকে কেন আস্থাতে নেওয়া হয়নি? যুগান্তর এ বিবৃতির শর্ট লিংকঃ https://is.gd/v1z9Hk
৬)প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে অর্থমন্ত্রীর অফ দ্যা রেকর্ড করা মন্তব্যকে “অসত্য” আখ্যা না দিয়ে “অগ্রহন-যোগ্য” বলার কারণ কি ?
৭) বাংলাদেশ ব্যাংকে অন-লাইন সিকিউরিটি প্রভাইডের জন্য রাকেশ আস্তানা নামের যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, তার রেফারেন্স কি/কে?
৮) লোকাল আইটি এক্সপার্ট জোহা ৬ দিন নিখোঁজ থাকার পেছনের কারণ উদঘাটন করা হচ্ছেনা কেন?
৯) জোহা অন্তর্ধান রহস্যের কিনারা করতে প্রশাসনের উৎসাহ আদৌ আন্তরিক ছিল কি না?
১০) চুরির ঘটনা ঘটার ১ মাস পর চুরির ঘটনা প্রকাশের পরে বাংলাদেশ ব্যাংক গভর্ণর আতিয়ার রহমানকে যথাযথ তদন্ত ও জেরা ব্যাতীত অবসর দেওয়া হল অথছ তাঁকে বিচারের সম্মুখীন করা হল না কেন?
১১) বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার মনিটরিং রুমের সিকিউরিটি ক্যামেরা বন্ধ হল কেন এবং তা যথাযথ সময়ে রিপেয়ার করা হয়নি কেন?
১২) FBI তাঁদের রিপোর্ট প্রকাশের মাত্র ৫ দিন আগে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৩ তলাতে অস্বাভাবিক অগ্নিকান্ড ঘটার পেছনের কারণ কি ?
১৩) FBI রিপোর্ট প্রকাশের ঠিক আগে, ইন্টারনেট সুবিধা বঞ্চিত ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করার কারণ কি?
১৪) দেশের প্রধান বিরোধী দল বিএনপি, তাঁদের অবস্থান প্রকাশ করার পরের দিনই প্রেজেন্টেশন প্রস্তুতকারী BNP নেত্রী Shama Obaed এর নামে মামলা করার কারণ কি?

এবার এক নজর দেখে নিন FBI তাঁদের বক্তব্যে “রাষ্ট্রীয় তত্ত্বাবধানে” চুরি আখ্যা দেবার তিন ঘণ্টার ভেতর আন্তর্জাতিক গন-মাধ্যমে বাংলাদেশ ব্যাংক চুরি নিয়ে হাই-লাইটস।
ডেইলি স্টার
Daily Star
Bangladesh Bank heist ‘state-sponsored’: FBI official
https://goo.gl/VGTV5E

বিজনেস ইনসাইডার
Business Insiders
US authorities say the $81 million Bangladesh Bank heist was ‘state-sponsored’
https://goo.gl/0nJ1Mh
টাইমস অফ ইন্ডিয়া
Times of India
Bangladesh Bank heist was ‘state-sponsored’: US official
শর্ট লিংকঃ https://goo.gl/5itEyz

Reuters
Wed Mar 29, 2017 | 9:31 AM EDT
Bangladesh Bank heist was ‘state-sponsored’: U.S. official
শর্ট লিংকঃ https://goo.gl/s0m1iP

দ্যা অয়ার
The Wire
That inside $81m Bangladesh Bank Heist Here’s what we know
শর্ট লিংকঃ https://goo.gl/C1ed5u

ABS CB NEWS
Bangladesh Bank heist was ‘state-sponsored,’ says FBI official
শর্ট লিংকঃ https://goo.gl/oIoJCJ
দ্যা হিন্দু
The Hindu
Bangladesh Bank heist ‘state’ driven
শর্ট লিংকঃ https://goo.gl/B2JNqt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.