শ্যামপুর থানা জাসাসের সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাবেক নেতা চঞ্চল মোরশেদ ৯ ফেব্রুয়ারি পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হন। এখনো তার মাথা পিঠে ও হাতে আঘাত নিয়ে চরম যন্ত্রণা ভোগ করছেন।
সেদিন সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বখশিবাজারস্থ সরকারের স্থাপিত আদালতে হাজিরার কথা ছিল। দলীয় নির্দেশ মোতাবেক চেয়ারপারসনের আদালতে যাওয়ার পথ মৎস্যভবন এলাকায় চঞ্চল মোরশেদ তার নেতাকর্মীদের নিয়ে ৯ ফেব্রুয়ারি সকাল থেকেই উপস্থিত হন। নেতৃত্ব দেয়ার ফলে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ ও ডিবি পুলিশের টার্গেটে পড়েন চঞ্চল মোরশেদ। তারা একযোগে মৎস্যভবন এলাকায় উপস্থিত বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীদের উপর অস্ত্রহাতে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করেই খুব কাছ থেকে বন্দুকের বাট দিয়ে ডিবি পুলিশের এক সদস্য চঞ্চল মোরশেদ এর মাথায় আঘাত করে হামলা শুরু করে তারা। সাথে সাথে মাটিতে পড়ে যান চঞ্চল। এসময় অন্য দুজন ডিবি সদস্য তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। হামলায় চঞ্চলের মাথা পিঠ ও বাহু মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পেটোয়া বাহিনীর সদস্যরা অন্য নেতাকর্মীদের পিছু ধাওয়া করে একটু সামনে শিল্পকলা একাডেমির দিকে এগিয়ে গেলে চঞ্চল মোরশেদ তার সর্বশক্তি প্রয়োগ করে মূল রাস্তার দিকে দৌঁড়ে এগিয়ে যান। এ সময় কয়েকজন কর্মী তাকে সহযোগিতা করে দ্রুত লোকাল বাসে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মারাত্মক আহত চঞ্চল বাসেই জ্ঞান হারান। তাকে দ্রুত সিটি ক্লিনিকে নিয়ে যান তারা। সেখানে জরুরী বিভাগে দ্বায়িত্বরত সার্জনের তত্ত্বাবধায়নে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আহত হওয়ার ১৪ দিন পেরিয়ে গেলেও বিএনপির কোন নেতা কিংবা অংগ ও সহযোগী সংগঠনের দ্বায়িত্বপ্রাপ্ত কোন নেতা এখনো তার ব্যাপারে খোঁজ খবর নেননি বলে জানান চঞ্চল মোরশেদ। অথচ পত্রিকায় সংবাদ ও ফেইসবুককর্মীরা তার আহত হওয়ার ছবি সংবাদ তাৎক্ষণিক প্রচার করলেও কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা দ্বায়িত্বপ্রাপ্ত কেউই তার সাথে যোগাযোগ করেনি বলে জানান চঞ্চল মোরশেদ। তাদের নীরবতা তাকে বিস্মিত করেছে।
মাথার দুই ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে তাকে। মাথায় আঘাতের ফলে চরম মাথাব্যাথা নিয়ে দিন কাটছে তার। পিঠবরাবর লাঠির আঘাতে ফলে বিছানায় পিঠ. টলাগাতে পারছেন না তিনি। বামহাতে পুলিশের লাঠির আঘাত পাওয়ায় হাতের মাংসপেশিতে সমস্যা বোধ করছেন। শুধু রাজনৈতিক কারণে নিরাপত্তাহীন হয়ে আবার প্রাকশ্যে উন্নত চিকিৎসাসেবা নিতে ভয় পাচ্ছেন চঞ্চল মোরশেদ।এমন দু্রসময়ে দলের রাজনৈতিক অভিবাবকরা তার পাশে নাই।
জিখান/প্রবাসনিউজ২৪.কম