কুমিল্লায় ময়নামতি নামে বিভাগ ঘোষণার পর থেকেই ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর মানুষ। গত কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টাইমলাইনে এই ক্ষোভের প্রকাশ মারাত্মকভাবে ফুটে উঠেছে। তাদের দাবী ময়নামতি কিংবা কুমিল্লায় না আমরা নোয়াখালীতে বিভাগ চাই।
অনেকে ফেসবুকে মন্তব্য করেছেন, নোয়াখালী কে বিভাগ না করে কুমিল্লায় বিভাগ ঘোষণায় কুমিল্লার সন্তান পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল (লোটাস কামাল ) এর কাছে হেরে গেছেন নোয়াখালীর কৃতি সন্তান সড়ক ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সহ নোয়াখালীর নিতী নির্ধারকরা ।
- এ দিকে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্য পরিষদ এর ব্যানারে রবিবার সকাল ১০ টায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ করা হবে বলে ব্যাপক প্রচার চালাচ্ছে সংগঠনটি। এই কর্মসূচিতে নোয়াখালী বাসীদের অংশ নেয়ার জন্য আহবান জানিয়েছে বিভাগ বাস্তবায়ন পরিষদ।