বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর র্যাডিসন হোটেলের সামনে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেফতার কিংবা জেলে পাঠানোর কোনো ভাবনা সরকারের নেই। আদালতে কেউ দোষী সাব্যস্ত হলে সে কারাগারে যাবে কিনা, সে মাফ পাবে কিনা সেটা আদালত বলতে পারবে।’
তিনি বলেন, ‘সময় ও স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না তেমনি বাংলাদেশের সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর খুব কাছাকাছি গিয়েও শশীকলাকে জেলে যেতে হয়েছে। তার জন্য ভারতের সরকার কিংবা নির্বাচন যেমন বসে থাকবে না খালেদা জিয়ার জন্যও বাংলাদেশের নির্বাচন ও সংবিধান বসে থাকবে না।
এ সময় রাজধানীর বিমানবন্দর থেকে বনানী ওভারপাস পর্যন্ত রাস্তার সৌন্দর্য বর্ধনে ‘ভিনাইল ওয়ার্ড গ্রুপে’র দ্বিতীয় পর্বের কাজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।