অবশেষে রোহিঙ্গা অধ্যূষিত রাখাইন রাজ্যে চলমান সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে মিয়ানমার। এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কতৃপক্ষ রাখাইন পরিস্থিতিতে স্থিতিশীলতা আসার কথা জানিয়ে সেনা অভিযান বন্ধের ঘোষণা সম্পর্কে নিশ্চিত করেছে। তবে শীর্ষ দুজন সেনাকর্মকর্তা ‘শান্তি ও নিরাপত্তা’র স্বার্থে সেনাবাহিনী নিয়োজিত থাকবে বলে রয়টার্স জানিয়েছে, যা সংশয়ের জন্ম দিয়েছে।
বুধবার মিয়ানমার প্রেসিডেন্ট কার্যালয়ের দুই কর্মকর্তা ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রাখাইন অভিযানের পরিসমাপ্তি নিশ্চিত করেছে। তবে শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে সেনাবাহিনী নিয়োজিত আছে বলে তারা জানিয়েছেন।
জাতিসংঘ এরইমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে। তাদের বিরেুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডেরও অভিযোগ তোলা হয় দুই দফায়। সংঘর্ষে রাখাইন রাজ্যের মৃতের সংখ্যা ৮৬ জন বলে জানিয়েছে তারা। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত ঘরহারা হয়েছেন ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মৃত্যু হয়েছে তাদের।