ইসলামপুর বস্ত্র ব্যবসায়ীদের পরীক্ষিত পরিজন আলহাজ্ব মাসুদুর রহমান সোহেল

প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা ,
আসসালামু-আলাইকুম,

আগামী ১৮ই ফেব্রুয়ারী- ২০১৭ ইং “ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন” । আপনারা অবগত আছেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি অনেক আগে প্রতিষ্ঠিত হলেও ২০১০ সালে প্রথম ভোট অধিকার পেয়েই আপনারা এমন একজনকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করেছিলেন, যিনি বয়সে তরুন, শিক্ষিত, সৎ কর্মঠ ও হ্রদয়বান ব্যবসায়ী । সময়ের প্রয়োজনে আবারও মাসুদুর রহমান সোহেল ভাই সাধারন সম্পাদক পদপ্রার্থী ।
আপনার মুল্যবান ভোট- আপনার, আমার,আমাদের সকলের ব্যবসায়ীক পদযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন যোগ্য, শিক্ষিত, ব্যবসাবান্ধব ও সাদা মনের মানুষ মাসুদুর রহমান সোহেল ভাইকে ছাতা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার এখনই সময় ।

== মাসুদুর রহমান সোহেল ভাইয়ের ব্যাক্তিগত পরিচিতি ==
== শিক্ষাগত যোগ্যতা ==
এস এস সি – ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ কুমিল্লা ক্যান্টঃ কুমিল্লা , এইচ,এস,সি – নটর ডেম কলেজ, ঢাকা, বি,কম – ঢাকা সিটি কলেজ, এম,কম – ঢাকা সিটি কলেজ
== সামাজিক পরিচিতির ==
সাধারন সম্পাদক – ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি , ক্রীড়া সম্পাদক – ঢাকা দোকান মালিক সমিতি, নির্বাহী সদস্য – বাংলাদেশ বস্ত্র ব্যবসায়ী সমিতি, আজীবন সদস্য -হাড়িদিয়া উচ্চ বালক বিদ্যালয় ও ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি , সম্মানীত সদস্য- হুসাইন বাগ দারুল মাদ্রাসা, বনানী সোসাইটি ও মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি
== ব্যবসায়ীক পরিচিতি ==
চেয়ারম্যান-নিউ তুষার ড্রাইং এন্ড প্রিন্টিং মিলস, ব্যবস্থাপনা পরিচালক – ন্যাশনাল ট্রেডিং ও কালার ট্রেড ইন্টারন্যাশনাল, পরিচালক- মনোয়ারা টেক্সটাইল মিলস (প্রাঃ) লিঃ, বিক্রমপুর গার্ডেন সিটি বিক্রমপুর প্রপার্টিস লিঃ স্বত্বাধিকারী – মুন ইনটারন্যাশনাল
== পারিবারিক পরিচিতি ==
সোহেল ভাইয়ের বাবা হাসান উদ্দিন মোল্লা “ইসলামপুর বস্ত্র ব্যাবসায়ী সমিতির প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ছিলেন , বর্তমানে একজন সফল ব্যবসায়ী সেই সাথে বিভিন্ন সামাজিক কাজে জড়িত রয়েছেন । উনারা ৬ ভাই , ব্যাক্তিগত জীবনে উনি বিবাহিত । এক পুত্র সন্তানের জনক ।
= ভাইদের নাম ও পেশা =
১/ বড় ভাই – মোঃ মনিরুজ্জামান- এমএসসি ( ফার্মেসী ), ঢাকা বিশ্ববিদ্যালয় , ২/ মেঝ ভাই-মোঃ মহসিন – এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ট স্থান দখল করে পরবর্তীতে আমেরিকা ইলিয়নস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে পড়ালেখা শেষ করে বর্তমানে আমেরিকায় কর্মরত । ৩/ সেঝ ভাই মোঃ মাহমুদুর হাসান- স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারী পাশে করে বর্তমানে অষ্ট্রেলিয়ায় কর্মরত আছেন । ৪/ মাসুদুর রহমান সোহেল ভাই ৫/ জহিরুল ইসলাম জুয়েল – ভারতের ব্যাঙ্গালুর থেকে এম,কম পাস করে বর্তমানে উনার বাবার সাথে ব্যবসায় জড়িত। ৬/ ছোট ভাই মঞ্জুরুল হাসান পাপেল – ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম,এ (অর্থনীতি) ১ম শ্রেনীতে পাস করে বর্তমানে উনার বাবার সাথে ব্যবসায় জড়িত ।

== রাজনীতি, স্বজনপ্রীতি, দুর্নীতি আর ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে প্রাধান্য পাক ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ঐতিহ্য উন্নয়ন ও অগ্রগতি ==
ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচনে ইসলামপুর ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে ও হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষে সৎ ,ন্যায়নিষ্ঠ, যোগ্য ও তরুন ব্যবসায়ী মাসুদুর রহমান সোহেল ভাইকে ছাতা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
পরম করুনাময় আল্লাহ্‌ তায়ালা সকলের প্রতি সহায় হন ।
————————————————————————————–
ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারন ব্যবসায়ীবৃন্দ কতৃক প্রকাশিত ও প্রচারিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *