বাংলাদেশে প্রতিদিন অকারণে মানুষ হত্যা করা হয়। কানাডার কুইবেকে তেমন একটি অকারণ হত্যাকান্ড ঘটে গেছে গতকাল রাতে। ২৯শে জানুয়ারী, ২০১৭, রবিবার রাতে নামাযের সময়ে ২৭ বছর বয়সের যুবক আলেক্সান্ডার বিসোনেট একে-৪৭ হাতে নিয়ে কুইবেক শহরের মসজিদে প্রবেশ করে এবং নামাযিদের দিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে ছয়জন নামাযী নিহত হন আর আটজন গুরুতরভাবে আহত হয়েছেন।
আলেক্সান্ডার বিসোনেট মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একজন ভক্ত। এক বন্ধুর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে যে আলেক্সান্ডার ইদানিং প্রায় সব বন্ধু ও পরিচিতদের সাথে সম্পর্ক ছিন্ন করে একাকী ছিল।
যারা নিহত হয়েছেন তাঁরা হলেন আজাদিন সুফিয়ান, খালেদ বেলসেমি, আব্দুল করীম, হাসান, আবুবাকর তাবদি, এবং আহমেদ ইউনুস।
গুলি চালাবার ১৭ মিনিট পরে আলেক্সান্ডার নিজেই পুলিশ ডাকে, পুলিশের জন্য অপেক্ষা করে, আত্মসমর্পন করে এবং অপরাধ স্বীকার করে।