বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিদিনের মতো শনিবারও বিক্ষোভ করেছেন পদ বঞ্চিত নেতাকর্মীরা। এদিন তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। এসময়ে তারা ‘সেভ জাসাস, সেভ বিএনপি’ প্ল্যাকার্ডও বহন করেন। সংগঠনটির নেতাকর্মীরা জানান, যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেয়া না হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ঢাকা মহানগর (দক্ষিণ) জাসাসের সাবেক সভাপতি আলহাজ জাহাঙ্গীর শিকদার বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য জাসাসের মতো গুরুত্বপূর্ণ সংগঠনে সরকারি দলের ইন্ধনে অনুপ্রবেশ ঘটেছে। তারা মর্যাদাসম্পন্ন এ সংগঠনটিকে বিতর্কিত করার জন্যই এই কাজ করেছে। এ অবস্থা থেকে সংগঠনটিকে বাঁচানোর জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কমিটি ঘোষণা পর থেকেই নতুন নেতৃত্ব একের পর এক বিতর্ক সৃষ্টি করছেন। রাতের আধারে মহানগর কমিটি দিয়েছেন। সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এরকম নেতৃত্ব দিয়ে সংগঠন চলতে পারে না।
জিখান/প্রবাসনিউজ২৪.কম