মিরাজকে ভোট দিয়ে সেরা করুন

ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান মিরাজ। দেশের মাটিতে ইংলিশদের বিপক্ষেই সাদা পোশাকে অভিষেক হয়েছিল টাইগার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এ অধিনায়কের। এবার তরুণ এ তারকাকে ভোট দিয়ে বর্ষসেরা ‘অভিষিক্ত ক্রিকেটার’ বানানোর সুযোগ এসেছে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এমন দুয়ার খুলে দিয়েছে পাঠকের সামনে। যেখানে ভোট দিয়ে প্রিয় ক্রিকেটারকে সেরা করার সুযোগ থাকছে। এ তালিকায় ২০১৬ সালে অভিষেক হওয়া মোট ১০ ক্রিকেটারের তালিকায় রয়েছেন বাংলাদেশের গর্ব মিরাজ।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। যেখানে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে অভিষেক হয় মিরাজের। প্রথম টেস্টেই বাজিমাত করেন তিনি। দুই ইনিংসে ৮০ রানের বিনিময়ে নেন ছয়টি উইকেট। আর দ্বিতীয় টেস্টে তো রেকর্ড বয়ই হয়ে যান তিনি। ১৫৯ রানের বিনিময়ে তুলে নেন ইংলিশদের ১২টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, হন সিরিজ সেরা।
.ইএসপিএনক্রিকইনফো তালিকায় অন্য ক্রিকেটাররা হলেন:
# জসপ্রিত বুমরাহ (ভারত)
# স্টেফেন কুক (দক্ষিণ আফ্রিকা)
# এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
# জয়ন্ত যাদব (ভারত)
# হাসিব হামিদ (ইংল্যান্ড)
# জিত রাভাল (নিউজিল্যান্ড)
# কারন নায়ার (ভারত)
# পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া)
# কিয়েটন জেনিংস (ইংল্যান্ড)

** মিরাজকে বর্ষসেরা বানাতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *