দেশে বিচার বিভাগ নাই – খুনের বিচার করবে কে?

একজন খুনীর বিচার হওয়া উচিৎ । তাইনা? সবাই একবাক্য বলবে – হ্যাঁ একজন খুনীর বিচার হওয়া উচিৎ। ১৯৭৫ সালের ২রা জানুয়ারী আজ থেকে ৪২ বছর আগে একজন খুনী একজন দেশপ্রেমিক নেতাকে হত্যা করেছিল। খুনীর নাম ছিল শেখ মুজিবুর রহমান। আর সেই দেশপ্রেমিক মানুষটি ছিলেন কমরেড সিরাজ সিকদার, পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতা। কমরেড সিরাজ সিকদার হত্যার বিচার হয়নি। খুনী শেখ মুজিবের সগর্বে সংসদে এসে ঘোষনা দেয় যে সে একজন খুনী। তবু খুনী শেখ মুজিবের সেদিন বিচার হয়নি। তবে পরবর্তীকালে কারা যেন খুনী শেখ মুজিব ও তার ডাকাত ছেলেসহ পরিবারের অনেককে (সবাইকে নয়) হত্যা করে। তাদের বিচার হয়। এবং ফাঁসি হয়।

খুনী মুজিব হত্যা বিচার ছাড়া আর কোন খুনের বিচার হয়নি বাংলাদেশে। কমরেড সিরাজ সিকদার হত্যা বিচার হয়নি। মুজিব বাহিনী ও রক্ষীবাহিনী দ্বারা ১৯৭২-৭৫ সালে সেসব দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল সেই খুনীদের  কারু বিচার হয়নি। ১৯৭২-৭৫ সালের খুনীরা এখন কে কোথায় আছেন শীর্ষক গবেষনা করলে দেখা যাবে- তারা এখন সুপ্রতিষ্টিত বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্টানের মালিক। তাদের ছেলেরা এখন খুন করে বেড়াচ্ছে। সেদিন বাংলাদেশ রাইফেলস এর যোয়ানদের হত্যা করা হলো। কেউ জানেনা কে হত্যা করেছে। কারণ হত্যা তদন্ত হয়নি। কারু বিচার হয়নি। সেদিন হেফাজতে ইসলামের সদস্যদের হত্যা করা হলো। খুনীদের বিচার হয়নি। প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে কিন্তু কোন খুনীর বিচার হচ্ছেনা। সেদিন এক চা বিক্রতাকে আগুনে পুড়িয়ে মারা হলো কিন্তু হত্যাকারী একজন পুলিশ হবার কারনে এখনো চাকুরিতে বহাল আছে।

যেকোন হত্যার বিচার হওয়া উচিৎ। গত বছর মঞ্জুরুল ইসলাম লিটন একটি বাচ্চা শিশুর পায়ে গুলি করে। সেদিন যদি শিশু আইনের আওতায় লিটনের বিচার ও সাজা হতো তাহলে সে এখন জেলে থাকতো । কেউ তাকে হত্যা করতে পারতোনা। এখন ফেসবুকে সবাই অপরাধী ও খুনী মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা বিচারের দাবী জানাচ্ছে। বলা হচ্ছে – মরে যাবার পরে একজন অপরাধী ফেরেস্তা হয়ে যায়। তাই লিটন হত্যার বিচার হওয়া উচিৎ।

আমি তো বলি সব হত্যার বিচার হোক। কিন্তু যারা বিচার করবে, তাঁরা কোথায়? বাংলাদেশে তো বিচার বিভাগই নাই।

বাংলাদেশের বিচার, আইন-আদালত, আইন শৃংখলারক্ষাকারী বাহিনী সব কিছুই তো একজন। সেই একজনের খুব প্রিয় মানুষ লিটনকে যদি সেই একজনের আর একজন প্রিয় মানুষে খুন করে তখলে তো এইটা ফ্রেন্ডলি ফায়ার হয়ে গেল। কেস ডিসমিস!!

কাইন্দেন না দেশবাসী। কানলে লিটণের আত্মা কস্ট পাবে। আসেন সবাই মিলে দোয়া করি সব খুনী ও অপরাধীরা যেন বেহেস্তে যায়।

 

আয়শা মেহের
সম্পাদিকা
প্রবাসনিউজ২৪
টরেন্টো, কানাডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *