আগামী ৭ই জানুয়ারি ২০১৭ বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ১২ তম কাউন্সিল, ঢাকায় অনুস্টিত হইবে ।এই কাউন্সিল সফল করার জন্য সারা বাংলাদেশে দলিল লেখক সমিতি সাংগঠনিক সফর শুরু করেন। এরই ধারাবাহিকতায় চট্রগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগে তাদের সফর সম্পন করেন। আগামী ১৪ই ডিসেম্বর বরিশাল বিভাগ, ১৬ই ডিসেম্বর খুলনা বিভাগে কাউন্সল সফল করার জন্য দলিল লেখক সমিতি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সফর করবেন।
এই সফরে বাংলাদেশ দলিল লেখক সমিতি’র চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আরেফিন, মহাসচিব আলহাজ্ব এম, এ রশিদ ও উদিয়মান সংগঠক যুগ্ন মহাসচিব কে,এস, হোসেন টমাসের নেতৃতে সারা বাংলাদেশ সাংগঠনিক করে যাচ্ছে ।
নেতৃবৃন্দ আশা করছেন আগামী ৭ই জানুয়ারি সফল কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ দলিল লেখক সমিতি হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং সারা বাংলাদেশের জেলা, উপজেলার দলিল লেখক সমিতি’র কাউন্সিলরা অংশগ্রহন করবে।
জিখান/প্রবাসনিউজ২৪.কম