যে সরকারের অধীনেই নির্বাচন হোক, কমিশন চাই নিরপেক্ষ – নজরুল ইসলাম খান

নির্বাচন যে ধরনের সরকারের অধীনেই হোক, বড় কথা নির্বাচন কমিশনটাকে নিরপেক্ষ হতে হবে কিন্তু এটা নিয়েই বড় শঙ্কা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ প্রতিনিয়ত গুম, খুন ও নির্যাতনের শিকার হচ্ছে। বিচার পাই না। এসবের মূল কারণ হচ্ছে অপরাধগুলোকে রাজনীতিকরণ।

নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের ধারক বাহক হলো নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয়নি। আর হবে বলে আশা করা যায় না।

তিনি বলেন, ‘সকলের সম্মতি ও পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এমন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে যারা তাদের মাথা কারো কাছে বন্দক রাখবে না। মেরুদণ্ড সোজা রাখবেন এবং সাংবিধানিক অধিকার রক্ষায় দায়িত্ব পালন করবেন।’

জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ এর আহবায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

14716266_666061466886494_2543759259893181888_n

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *