আগামী দুই বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাড়তি এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে।
সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে স্বাভাবিকভাবে এখন যে সাহায্য দিচ্ছে সেটা ছাড়াও আগামী দুই বছরে বাড়তি এক বিলিয়ন ডলার দেবে। এই অর্থ শিশুর অপুষ্টি দূর করতে ব্যয় করা হবে।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নিয়ে যে জটিলতা ছিল তা আমরা আলোচনা করে অবসান করেছি। এখন বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট আমাদের আমাদের আরও বেশি সুবিধা দেবেন এটাই আমাদের প্রত্যাশা।’
তিন দিনের সফরে রোববার বিকেলে বাংলাদেশে আসেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। প্রায় ১০ বছর পর বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে এলেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানিয়েছে, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য দেখতেই তার এই সফর।
সফরের নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এদিন বিকেলে তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এছাড়া মঙ্গলবার সকালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন কিম। সেখান থেকে ফেরার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।
মঙ্গলবার বিকেলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিদায় নেবেন জিম ইয়ং কিম।