লিবীয় উপকূলের কাছে কয়েকশ অবৈধ অভিবাসীকে নিয়ে ডুবে যাওয়া দুটি নৌকায় নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশী বলে নিশ্চিত করেছেন তিউনিসিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের একজন কর্মকর্তা। এর মধ্যে দুজন শিশুও রয়েছে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। বিবিসি তাদের একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নৌকা দুটির অন্তত দুইশ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছে বলে জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তিউনিসিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোজাম্মেল হক বলেছেন, ডুবে যাওয়া নৌকা দুটিতে মোট ৩১জন বাংলাদেশী ছিল।
লাইফ জ্যাকেট পরে থাকায় বেশিরভাগ বাংলাদেশীকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।1
মোজাম্মেল হক জানান, ৪টি পরিবারসহ মোট ৩১জন বাংলাদেশী লিবিয়ার যোওয়ারা এলাকা দিয়ে ট্রলারে করে ইতালি যাবার চেষ্টা করছিলেন। তবে নৌকার তলদেশে ফুটো থাকায় প্রায় একঘণ্টা যাওয়ার পরে নৌকাটি উল্টে যায়।
এতে ৬ বছর আর ৬ মাস বয়সী দুইটি শিশু সেখানেই মারা যায়।
বৃহস্পতিবার লিবিয়ার জিওয়ারা উপকূলের কাছে প্রায় সাড়ে চার’শ অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবে যায়।