একদিনের সফরে আগামী ২৯ আগস্ট ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই তাঁর এই সফর।
তবে এ বিষয়ে এখনো ওয়াশিংটন বা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, সংক্ষিপ্ত এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
কূটনৈতিক একটি সূত্রের বরাত দিয়ে ইউএনবি আরো জানিয়েছে, একটি বিশেষ বিমানে ২৯ আগস্ট সকালে ঢাকায় এসে পৌঁছাবেন জন কেরি। ওই দিন বিকেলেই আবার ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
আগামী ৩০ আগস্ট নয়াদিল্লিতে ‘মার্কিন-ভারত কৌশলগত ও বাণিজ্যিক সংলাপ’ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। তবে কেরি ওই অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়টিও এখনো স্পষ্ট করা হয়নি।
আরেকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ২৬ আগস্ট ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন। ২৭ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবেন তিনি।
সবকিছু ঠিক থাকলে এটিই হবে জন কেরির প্রথম বাংলাদেশ সফর। এর আগে নিজের মেয়াদকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
গত বছর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে জন কেরির সঙ্গে বৈঠক করেছিলেন এ এইচ মাহমুদ আলী।