আসছে মাসুদ অপুর প্রথম একক এলবাম “মেঘবালিকা”

উদীয়মান কন্ঠশিল্পি মাসুদ অপু নিয়ে আসছে তার প্রথম একক এলবাম “মেঘবালিকা”।

১টি ডুয়েট ও ৫টি একক মৌলিক গানে সাজানো এলবামটিতে রয়েছে রক ফিউশন, ফোক ক্ল্যাসিক ও পপ মডার্ণ ঘরানার মিশেল। তোর লাইগারে, মেঘবালিকা, আয় ফিরেছি আয়, হৃদয়ে হৃদয়ে, মেঘ গুলো জমছে, বন্ধু আমি প্রবাসী, শিরোনামের গানগুলো লিখেছেন যথাক্রমে শ্রমিক মনির, ইশতিয়াক আহমেদ, আরফিন নিলয়, জাহাঙ্গীর আলম বাবু, ও মাসুদ অপু নিজেই। সুর ও সঙ্গীত করেছেন মুশফিক লিটু, তাসনুভ, আহমেদ সোহেল ও অপু। কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করা প্রতিভাবান এই উদীয়মান শিল্পির সাথে কথা বলে তার থেকে জানা গেলো শ্রুতিমধুর গানগুলো বেশ যত্ন সহকারে বছর খানিক সময় নিয়ে করা হয়েছে এবং বিভিন্ন গুণী মানুষজন সঙ্গীতায়োজনে ছিলেন বলে গানগুলোতে আলাদা মাত্রা পেয়েছে। চমক হিসেবে তোর লাইগারে সখী গানটির মিউজিক ভিডিওটি ইতিমধ্যে দর্শকজনপ্রিয় হয়ে উঠেছে, অনেকটা ঠাই করে নিয়েছি গানটি মানুষের হৃদয়ে, মিউজিক ভিডিওটি নির্মান করেছেন তালহা বিন পারভেজ সোহান। অচিরেই একটি স্বনামধন্য অডিও প্রযোজনা সংস্থার সাথে এলবামটির চুক্তি সম্পন্য ও বাজারজাত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *