ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী ৪৪ নেপালিকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। বর্তমানে তাদেরকে পল্লবী থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে পল্লবীর ডিওএইচএস’র ৭নং সড়কের ১০৬০নং বাসা থেকে তাদের আটক করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তারা ট্যুরিস্ট ভিসায় এসেছিল। এরপর এখানে কাজ করার চেষ্টা করেছিল। কিন্তু সেভাবে কোনও কাজ করতে পারেনি। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা এখানে অবস্থান করায় তাদের আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।