ইমন ইসমাইল সৌদিআরব কেন্দ্রীয় যুবদল(পঃ)সহ সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সহ সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগীয় দায়িত্ব), কর্মজীবি দল সহ সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, সিনিয়র সহ সভাপতি জাতীয়তাবাদী চট্রগ্রাম ফোরাম জেদ্দা,। বিদেশে বসেও যিনি দলের কাজ করে যাচ্ছেন । সেই সাথে বর্তমান অবৈধ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপির যে সকল নেতা কর্মী গ্রেফতার, আহত, গুম খুনের স্বীকার হয়েছে নিজের সাধ্যমত তাদের পাশে দাড়িয়েছে …
আসলে বিপদে পড়লেই বন্ধুদেরকে চেনা যায়,কে কতটা আপন,কে কতটা পরোপকারী,আজ দলের তৃনমুল কর্মীদের এই বিপদের দিনে যে পাশে এসে দাড়িয়েছে সেই একমাত্র প্রকৃত বন্ধু, সেই অসহায়দের পাশে দাঁড়ানো একটি নাম একজন সৈনিক “ইসমাইল ইমন ” জাতিয়তাবাদি বিএন পি র তৃনমুলের কান্ডারী, নিজের জীবনের মেধা ও শ্রম অর্থ দিয়ে সময় দিয়ে দেশে বিদেশে কারো কোন দয়া বা পদ এর লোভ না করে দলের জন্য নিরন্তন কাজ করে যাচ্ছেন ।
ইসমাইল ইমন যিনি একাধারে একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং দেশে-প্রবাসে গরীব-অসহায় মানুষের পাশে সব সময় সহযোগিতার হাত প্রসারিত করেন নিঃশার্থ ভাবে ।
উনি যেমন চট্রগ্রাম মহানগর ছাত্রদল এর কর্মকাণ্ড কে গতিশীল করার জন্য ল্যাপটপ প্রদান করেছেন ।
দুস্থ মানুষের পাশে দারিয়ে দলীয় ব্যানারে সম্পুর্ন নিজের অর্থায়নে চট্রগাম বিএনপি নেতা ডাঃ শাহাদাত হোসেন এর হাত দিয়ে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেছেন ।
উনি গুম হওয়া বিভিন্ন নেতা কর্মীদের আর্থিক সহয়তা প্রদান করেছেন ।
কারাবন্ধি লায়ন আনোয়ার হোসেন উজ্জল এর অসহায় পরিবারকে সাহায্য প্রদান।
লিভার এ সমস্যা নিয়ে মৃত্যু শয্য থাকা দুবাই আজমান শাখা শ্রমিক দলের সভাপতি জনাব নুরুন্নাবী রুবেল কে চিকিৎসার জন্য সহয়তা প্রদান।
চট্রগ্রাম পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড যুবদলের কর্মী ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সদস্য অসুস্থ মোঃ সুমনকে আর্থীক সাহায্য প্রদান ।
বর্তমান বিএনপির দুঃসময়ে এই রকমের নিবেদিত প্রাণ কর্মীদের খুবই প্রয়োজন। যা ভবিষ্যত বিএনপি এর জন্য খুব ভাল ফল নিয়ে আসবে।
আমরা চাই তৃনমুলের আস্থাভাজন ইসমাইল ইমন দলের পদে আসুক …
== ইসমাইল ইমনের কাজের কিছু লিংক দেওয়া হলো —
http://probasnews24.com/2016/05/04/15199/
http://www.prothom-news.com/saradesh/2016/05/31/127479/
http://www.prothom-news.com/saradesh/2016/06/10/128658/
https://www.facebook.com/photo.php?fbid=543470022518829&set=a.243740825825085.1073741827.100005675084733&type=3&theater