বাঙ্গালী জাতীয়তাবোধ এক অদ্ভুত জন্তু

বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর ভেতর রয়েছে এশিয়া টিভি, এটন বাংলা, এনবিআর টিভি, এটিএন নিউজ, গ্রাম বাংলা টিভি, বাংলা ভিশন, বিজয় টিভি, বৈশাখী টিভি, চ্যানেল ১৬, চ্যানেল ২৪, চ্যানেল ৯, চ্যানেল ৭, চ্যানেল আই, দীপ্ত টিভি, দেশ টিভি, নিউজ ২৪, ডিটিভি, একাত্তুর টিভি, একুশে টেলিভিশন, গান বাংলা, গাজী টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টিভি, ইসলামিক টিভি, যমুনা টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন, মোহনা টিভি, মাই টিভি, এনটিভি, আর টিভি, এস এ টিভি, সময় টীভি, ঢাকা বাংলা চ্যানেল এরা সবাই যদি দিনরাত বাংলাতে অনুষ্টান প্রচার করতো তাহলে হয়তো বাংলাদেশের শিশুকিশোরেরা বাংলা শিখতে পারতো। বাংলাদেশের মানুষ ভারতের তৈরি সব ধরণের পন্য ব্যবহার করে। অথচ সেদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চারজন ছেলেমেয়ে টিভি ক্যামেরার সামনে হিন্দিতে কথা বলাতে ফেসবুকে গালিগালাজের ঝড় বয়ে যাচ্ছে।

কিন্তু কেনো ?
বাংলাদেশীরা ভারতের হিন্দি মুভি স্টাইলে গাঁয়ে হলুদ করে, বউ সাজে, বর সাজে, বিয়া করে, সাত ফেরে নেয়, লাল টিপ পড়ে, হোলি খেলা করে, আলতা পায়ে দেয়, পূজাপাঠ করে, ভারতের শাড়ি, ভারতের গহনা, ভারতের মতো সেলোয়ার কামিজ, ভারতের গরু, ভারতের বিএসএফ এর গুলি, ভারতের পেঁয়াজ, ভারতের আলু, ভারতের সাথে ফারাক্কা চুক্তি করে বাংলাদেশকে মরুভুমি করে ভারতকে করা হলো সুজলা, সুফলা, ভারতের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের ইলিশ, পদ্মাকে মরুভূমি করা হলো,  ভারতকে দেওয়া হলো ট্রাঞ্জিট, জমি, গ্যাস,  তিতাসের উপর দিয়া ভারতের মালবাহী ট্রাক, ভারতের রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, আওয়ামীলীগ ভারতের রাজ্য সরকার, ভারতের গনজাগরণ মঞ্চে দিনরাত নেচেগেয়ে ফাঁসি চেয়ে দেহ বিক্রি করে একাকার, ভারতের দিল্লী দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশের লেন্দুপ দর্জিরা সব,  সবই ভারতের শুধু চারজন ছেলেমেয়ে ভারতের রাস্ট্রিয় ভাষা বলাতেই মহাভারত অশুদ্ধ হয়ে গেলো ??
১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে ভারত কেনো বাংলাদেশকে তাদের অংগরাজ্য ঘোষনা করেনি? কারণ শেখ মুজিবের মত এত অনুগত কৃতদাস আর কেউ পূর্ব বাংলাতে জন্মগ্রহণ করেনি । বাংলাদেশের মানুষ ভারতের হাতে সব তুলে দিয়েছে সুতারাং অংগরাজ্য ঘোষনা না করেই অনেক কম মূল্যে ভারত বাংলাদেশকে স্থায়ী বাজার হিসাবে পেয়ে অনেক বেশী মুনাফা লাভ করছে। অফিসিয়ালি অংগরাজ্য ঘোষনা করা অনেক ব্যয়বহুল । বাংলাদেশের মানুষেরা কৃতদাস হতে ভালবাসে। স্বেচ্ছাকৃতদাস। এটা ভারতের জন্য আশীর্বাদ। বাংলাদেশীরা ভাইয়ের বুকে গুলি চালায়, নিজেদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের টাকা নিজেরা লুট করে, নিজেদের দেশের সম্পদ নিজেরাই পাচার করে বা বিদেশীদের হাতে তুলে দেয়, নিজেদের বন ধবংস করে, নিজেদের গ্রাম ধবংস করে,  শুধু হিন্দী বললেই সমস্যা হয়ে যায়।

বাঙ্গালী জাতীয়তাবোধ এক অদ্ভুত জন্তু।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.