ঢাকা : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হলেও চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত।
নিহত দুজনের বাড়িই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তারা হলেন আমিনুল ইসলাম আমিন (৪২) ও মাহমুদুল হক (৪৫)।
আহতদের একজন বরিশালের রেজাউল। অপরজন নারায়ণগঞ্জের আক্তার। তাদের জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন ও মাহমুদুল হক ব্যবসায়ী কাজে ইয়াম্বু গিয়েছিলেন। আমিনের পরিবার জেদ্দায় রয়েছেন। কিছুদিন আগে তারা ভিজিট ভিসায় জেদ্দায় আসেন। আমিন গত ২ জুলাই সপরিবারে ওমরাহ পালন করেন।
আমিনুল ইসলাম আমিনের জেদ্দার বাওয়াদি মার্কেটে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে বলে জানিয়েছেন ওই মার্কেটের কর্মচারী মহফিজুর রহমান।