চট্টগ্রাম : নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৭৯৪ পিস ইয়াবা ও ৫৬২ লিটারমদসহ ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৭৯৪ পিস ইয়াবা ও ৫৬২ লিটারমদসহ ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে জিআর মূলে ৯ জন, সিআর মূলে ১৩ জন ও সাঁজা প্রাপ্ত ১ জন আসামি রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।