ঢাকা : প্রথম ম্যাচে চমক দেখানো মোস্তাফিজুর রহমান থাকলেন উইকেট শূন্য। প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি সাসেক্স। ভরসা ছিল কাটার মাস্টারের দিকেই। তবে এবার হলো না তার। ৩.২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ।
শুক্রবার (২২ জুলাই) কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে সাসেক্স। জবাবে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সারে। সাসেক্স হেরে যায় ৬ উইকেটে।
ব্যাট করতে নেমে প্রথম জুটি ভাঙে ৩৯ রানে। ক্রেইগ কাচোপা ও ক্রিস ন্যাশের ব্যাটে ভর করে দেড়শ’ রানের সংগ্রহ গড়ে সাসেক্স। ৩৪ বলে ৭টি চারে ৪৫ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাচোপা। সারের হয়ে দুটি করে উইকেট নেন জাদে ডার্নবাখ ও মরিস।
জবাবে মাঠে নেমে সারেকে উড়ন্ত সূচনা এনে দেন জেসন রয়। নিজেদের ইনিংসের প্রথম তিন বলে তিনটি চার হাঁকানো এই উদ্বোধনী ব্যাটসম্যান ২৫ বলে করেন ৩৬ রান। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান ডমিনিক সিবলি ৩১ বলে করেন ৪০ রান। ক্রিস মরিসকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন বেন ফো