বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেড ফোর্স কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিনের জাসাস সভাপতি জাহাঙ্গির শিকদার ।
তিনি দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলার এই রায় । দলীয় বিচারপতির দলীয় রায় এই দেশের জনগন মানেনা। দেশ নায়ক তারেক রহমান এই দেশের মানুষের অন্তরের ভালোবাসার স্থান করে নিয়েছেন ,মিথ্যা বানোয়াট অভিযোগ এনে কোন লাভ হবেনা । কোন ষড়যন্ত্রই রুখতে পারবে না দেশনায়ক তারেক রহমান কে । বর্তমান অবৈধ সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই এই মিথ্যা রায় ।
তিনি জাসাস ও জেড ফোর্সের সকল নেতা কর্মীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কর্মসুচী দিবেন তা যথাযথভাবে পালন করার আহবান জানান।
জিখান/প্রবাসনিউজ২৪.কম