জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও জেড ফোর্সের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর শিকদারের শারীরিক সুস্থতার জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সৌদিআরবের মদিনা হারাম শরিফে সৌদি আরব পশ্চিম অঞ্চলের জেড ফোর্স’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মদিনা জেড ফোর্সের সভাপতি মো. গোলাম নবিউল।
দোয়া মিলাদে জাসাস নেতা জাহাঙ্গীর শিকদারের আশু রোগমুক্তি কামনা করে বক্তারা বলেন, তার মতো একজন দক্ষ সাংগঠনিক নেতা অসুস্থ হয়ে পড়লে তৃণমূল বিএনপির অনেক ক্ষতি হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তা তাকে যেন দ্রুত আরোগ্য দান করেন তার জন্য বিশেষ মোনাজাতও পরিচালনা করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, মদিনা জেড ফোরস এর প্রধান উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, মো. নুরজ্জামান, মো. ফারক মমতাজ, সৌদি আরব জেড ফোরসের সাধারণ সম্পাদক মো. আলীয়ার হোসেন আলি, সৌদি আরবের জেড ফোর্সের সদস্য মো. আসিফ মিয়া, মো. রফিক মিয়া, আজিজ মিয়া, মো. লিটন মিয়া, মদিনা জেড ফোরসের মো. সুমন মিয়া, মো. মোরসেদ মিয়া, মো. রুবেল মিয়া, মো সফিক মিয়া, মো. কবির মিয়া, মো. বাদল মিয়া, মো. আলি রাশেদ মিয়া, মো. সাহ আলম মিয়া, মো. সহিদ মিয়াসহ আরো অনেকে।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত করেন মদিনা জেড ফোর্সের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ রফিকুল ইসলাম ।
উল্লেখ্য জাসাস নেতা জাহাঙ্গীর শিকদার দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।
জিখান/প্রবাসনিউজ২৪.কম