সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সরকারই দায়ী: অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন

সারা দেশে বর্তমান সন্ত্রাসী কর্মকান্ডে জন্য সরকারই দায়ি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় র্কাযালয়ের কনফারেন্স রুমে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর শিকদার এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ দোয়া মাহফিলের আয়োজন করে করে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ ।

মাহবুব হোসেন বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাসী ও একটি জালিম সরকারের অধীনে আছি। আমরা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছি। জাতীয়তাবাদী শক্তি দিয়েই এদেশকে রক্ষা করবো।

ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অনির্বাচিত সরকার। জনগণের সমর্থন নিয়ে ক্ষমসতায় আসেননি। স্বৈরাচারী মনোভাব বাদ দিয়ে গণতান্ত্রিক পথে ফিরে আসুন। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার ও আইনের শাসন কামনা করে। জনগণ অগণতান্ত্রিক সরকার চায় না।

দোয়া মাহফিলে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি কে এস হোসেন টমাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন,জাসাসের সাধারণ সম্পাদক মনির খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র সহ সভাপতি কে এস হোসেন টমাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, সহ সভাপতি ছড়াকার আবু সালেহ, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, জাহাঙ্গীর আলম রিপন, জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, উত্তরের আহবায়ক ডা. আরিফুর রহমান মোল্লা, দক্ষিণ এর সহ সভাপতি আক্তার হোসেন, ইমতিয়াজ হোসেন হিরু, মাহতাব শিকদার, নোয়াব মাঝি, শাহিনুর আবেদীন, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, দ্বীন মো: দুলু, তারেক কবীর, মজিবর রহমান, মিন্টু আলম প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই জাসাস-ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্ব জাহাঙ্গীর শিকদার এর আশু রোগমুক্তি কামনা করেন। তিনি বলেন, আমরা বর্তমানে একটা অত্যাচারী ও নির্যাতনকারী সরকারের অধীনে আছি। চলমান সন্ত্রাস, জঙ্গীবাদের জন্য এই অবৈধ সরকার দায়ী। বর্তমান সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে পারেন না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বুকের তাজা রক্ত দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে। আর আন্দোলন-সংগ্রামের জন্য জাহাঙ্গীর শিকদার এক বলিষ্ঠ ভুমিকা পালনকারী নাম। তার মতো লোক মহান আল্লাহ তায়ালার মেহেরবানে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবদান রাখুক এই কামনা করি।

বিশেষ অতিথি এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেন, দেশে আজ শুধু লাশের মিছিল। গুলশান ট্রাজেডীসহ গুম, খুন, নির্যাতনের ভীতিকর পরিবেশের জন্য বর্তমান এই অবৈধ সরকার দ্বায়ী। তাই এই সরকারকে তাড়ানোর জন্য যুগৎপৎ আন্দোলন-সংগ্রামের প্রয়োজন। আন্দোলন-সংগ্রামে জাহাঙ্গীর শিকদার অন্যতম এক নাম। তার সার্বিক সুস্থতা কামনা করি।
সভাপতির বক্তব্যে কে এস হোসেন টমাস বলেন, জাসাসের প্রাণ জাহাঙ্গীর শিকদার এর জন্য সবাই দোয়া করবেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে ফিরে এসে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন।

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *