জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর শিকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও জাসাসের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক-খানেদ এনাম মুন্না,সাংগনিক সম্পাদক-কাজী আনোয়ার হোসেন সহ-সভাপতি-মাহতাব শিকদার,যুগ্ন-সম্পাদক- আঃ জব্বার,ইরানুর ইসলাম বিপ্লব,মজিবুর রহমান,তারেেক কবির,সৈয়দ সোবাহান সহ- ঢাকা মহানগর দক্ষিনের সকল থানা মহানগর সভাপতি-সাধারন সম্পাদক উপস্থিত থাকবেন।