গুলশান হামলার পর দশদিন পার হয়ে গেলেও সেনা অভিযানে নিহত পাঁচ জঙ্গিকে সমাহিত করা হয়নি। কারণ তাদের পরিবারের কেউ লাশ গ্রহণ করেনি। নিহতদের মধ্যে দুজনের পরিবার জানিয়েছে, তাদের লাশ নিজেরা দাফন করতে চান। তবে আর্থিক দৈন্যতার কারণে ঢাকা থেকে লাশ নিতে পারছেন না তারা। বাকিদের পরিবারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।
গত ১ জুলাই অভিজাত রেস্তোরাঁয় হলি আর্টিজানে হামলার পরদিন সকালে সেনা অভিযানের পরপর সবার লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। এরই মধ্যে জঙ্গিদের হাতে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। তবে পাঁচ জঙ্গির লাশ রয়ে গেছে মর্গের ফ্রিজে।
আরও কিছু দিন স্বজনদের জন্য অপেক্ষা করার পর কেউ আগ্রহী না হলে লাশগুলো সমাহিত করতে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হতে পারে বলে সূত্র জানায়।