চট্রগ্রাম কারাগারের বিএনপির আটককৃত নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

বিএনপির ভাই চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন কারাগার গুলিতে দলের রাজবন্ধীদের ঈদ সামগ্রী পৌঁছে দেয়ার ঘোষণার প্রেক্ষিতে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা ।

আজ দেওয়ান মাহমুদা আক্তার লিটা নিজে চট্রগ্রাম জেলা কারাগারের ফাটকে বিএনপির আটককৃত নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী (গেঞ্জি , তোয়ালে ,লুঙ্গী ) পৌছে দেওয়ার জন্য কারারক্ষীর হাতে তুলে দেন । এছাড়াও উনি কারাগারে বিএনপির আটককৃত নেতা-কর্মীদের সাথে দেখা করেন । সেই সময় আটককৃত কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন ।

সেই সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্রগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি অাতিকুর রহমান, অাবু হেনা চৌধুরী সহ-সভাপতি পেশাজীবী দল চট্রগ্রাম মহানগর, তৌহিদুল সালাম নিশাদ ভাই চট্রগ্রাম মহানগর বিএনপির সদস্য,জামান খান ওয়ার্ডের সাধারণ সম্পাদক, মাসুম খান সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের অর্থ সম্পাদক, সৈয়দ অাবুর বশর ৩২ নং ওয়ার্ড বিএনপি অান্দরকিল্লার সাধারন সম্পাদক।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *