কিছুই থাকবে না, কোনো অর্জনই টিকবে না

ঢাকা : গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে বেগম জিয়া বলেছেন, ‘আমাদের কিছুই থাকবে না, কোনো অর্জনই টিকবে না- যদি আমরা সন্ত্রাস দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি।’

রোববার বিকেল সাড়ে ৪টায় চেয়ারপারমনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও ত্রুটি এবং সন্ত্রাসীদের সামর্থ্য প্রকটভাবে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, তাই কাল বিলম্ব না করে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশৈষে সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলে শান্তিপূর্ণ ও নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল অব আসম হান্নান শাহ, বারিস্টার জমির উদ্দিন সরকার ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

সংবাদ সম্মেলনের আগে দলের নীতি নির্ধারকদের নিয়ে  জরুরি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *