আজ নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় ক্যাযালয়ে জের্ড ফোস্ কেন্দীয় কমিটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্য ও গবেযনা সম্পাদক,সাবেক ছাএলীগের সভাপতি হাবিবুুর রহমান হাবিব,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জের্ড ফোস কেন্দ্রীয় সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি,কে হোসেন টমাস,জের্ড ফোস সহ-সভাপতি,ডাঃ আরিফুর রহমান মোল্লা,জের্ড ফোস যুগ্ন-সম্পাদক ইরানুর ইসলাম বিপ্বব,মোঃ মজিবুরর রহমান,তারেক কবির,মোসাঃ সোনিয়া খানম। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন জের্ড ফোস নেতা-কাজী আনোয়ার হোসেন আনু ।
সভাপত্বিত করেন-জের্ড ফোস কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর সিকদার,
প্রধান অতিথি হাবিবুুর রহমান হাবিব বলেন শেখ হাসিনার টার্গেট বিএনপিকে ধ্বংস করা তাই বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে। হাসিনা মনে করছে বিএনপি ধ্বংস হলেও ক্ষমতা পাকাপোক্ত। বিএনপি ধ্বংস করতে পারলেই দীর্ঘদিন ক্ষমতায় থাকার বন্দোবস্ত হয়ে যাবে।শহীদ জিয়ার এক জন সৈনিক বেচেঁ থাকতে হাসিনার স্বপ্ন কখনও পূরন হবেনা ইনসাআল্লাহ ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম