অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডিসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক

ঢাকা: দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ব্যাংকটির আরো দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের কথাও নিশ্চিত করেছে দুদক।

এর আগে আজ সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এক চিঠিতে আবদুল হামিদকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এরপর দুপুরের দিকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া মিজানুর রহমানকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকেলে দুদকের উপকমিশনার বেনজির আহমেদ গ্রেপ্তার করেন মিজানুর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *